| What is blog ব্লগ কি? ব্লগিং কি? কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন | ব্লগ তৈরি করার সহজ নিয়ম ২০২২ |
What is blog ব্লগ কি? ব্লগিং কি? কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন | ব্লগ তৈরি করার সহজ নিয়ম ২০২২
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম ব্লগ এই শব্দটি আপনাদের মধ্যে অনেকে হয়তো শুনেছেন। এজন্য ব্লগ কি এবং ব্লগ অর্থ কি সেটা হয়তো জেনে নেওয়া আপনাদের জন্য খুবই জরুরি হতে পারে। (what is blog)
{tocify} $title={Table of Contents}
vlog অর্থ কি? ব্লগ কি আর কিভাবে তৈরি করবেন, blogging থেকে online income কিভাবে করবেন এই বিষয় গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা ব্লগিং করেন বা ব্লগিং শুরু করতে চান তাদের অবশ্যই জানা থাকা উচিৎ যে ব্লগ জিনিসটি আসলে কি এবং এটা কবে থেকে শুরু হয়েছে। আজ আমি এই লেখাতে আপনাদের ব্লগ সম্পর্কে সম্পূর্ন ধারনা দেয়ার চেষ্টা করব ,তাহলে চলেন শুরু করি।
কাজেই কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইটে কোন বিষয়কে পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরাকে ব্লগিং বলে। মত প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে এই ব্লগ আমাদের জীবন যাএায় যোগ করেছে নতুন মাএা। ব্লগ মূলত এক ধরনের ওয়েবসাইট, তবে সাধারন ওয়েব সাইট থেকে ব্লগের মূল পার্থক্য হল ওয়েব সাইট আপডেট করা হয় অনিয়মিত ভাবে অপরদিকে ব্লগ আপডেট করা হয় নিয়মিত ভাবে।এমনকি কিছু কিছু ব্লগ প্রতি মিনিটে আপডেট করা হয়। যারা ব্লগে মতামত প্রকাশ করে বা পোস্ট দেয় তাদেরকে ব্লাগার বলা হয়।
আপনারা যদি ব্লগ থেকে অনলাইনে টাকা আয় করতে চান তাহালে ব্লগের টেকনোলোজি বিষয়ে সম্পূর্ন ভাবে জেনে নিতে হবে। মানে হল ব্লগ বলতে কি বুঝায়, ব্লগ কিভাবে তৈরি করে, ব্লগ লেখার নিয়ম, ব্লগ থেকে অনলাইন ইনকাম কিভাবে করতে হয় সেই বিষয়ে পুরোপুরি ভাবে জানতে হবে।
আপনি যদি এই বিষয়ে কিছুই না জানেন তাহালে চিন্তা করবেন না। কারণ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের ব্লগ কি বা ব্লগ অর্থ কি এবং ব্লগ কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে পূর্ণ গাইডলাইন দিবো।

এখন আপনার ব্লগ বিষয়ের উপর একটি নাম বা “Title” লিখুন। blogspot ব্লগ Title আপনার ব্লগের নাম হিসাবে পরিচিত হবে। তারপর Next বাটনে ট্যাব করুন।

তারপরে কোন স্পেস ছাড়া ব্লগের ঠিকানা লিখুন এবং Next বাটনে ক্লিক করুন
আপনার ব্যাবহার করা ঠিকানা + .blogspot.com হচ্ছে আপনার ব্লগের ঠিকানা।

এবার ডিসপ্লে নাম দিয়ে ফিনিশ বাটন চেপে দিলেই আপনার ফ্রি ব্লগ তৈরি হয়ে গেল।
আশা করি আপনি এখন জানেন যে একটি ব্লগ কি এবং ব্লগার কি আর কিভাবে সহজেই ব্লগ ওয়েবসাইট বানাতে হয়।
{tocify} $title={Table of Contents}
ব্লগ কি? (What is Blog)
সহজ ভাবে বললে ব্লগ হলো আপনার একটি ডায়েরির মতো। এটা এমন একটি ডায়েরি যেখানে আপনি নিজের মনের খুশি মতো খুলতে পারবেন। যেমন- স্টোরি, টিউটোরিয়াল, এসএমএস, শায়েরি, নিউজ, কবিটা সহ যেকোনে বিষয়ে আর্টিকেল লিখতে পারবেন।vlog অর্থ কি? ব্লগ কি আর কিভাবে তৈরি করবেন, blogging থেকে online income কিভাবে করবেন এই বিষয় গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা ব্লগিং করেন বা ব্লগিং শুরু করতে চান তাদের অবশ্যই জানা থাকা উচিৎ যে ব্লগ জিনিসটি আসলে কি এবং এটা কবে থেকে শুরু হয়েছে। আজ আমি এই লেখাতে আপনাদের ব্লগ সম্পর্কে সম্পূর্ন ধারনা দেয়ার চেষ্টা করব ,তাহলে চলেন শুরু করি।
vlog অর্থ কি?
Blog শব্দটির উৎপওি Weblog থেকে। ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর মার্কিন নাগরিক জন বার্জার সর্বপ্রথম Weblog শব্দটি ব্যবহার করেন।এর ঠিক দুই বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি Weblog শব্দটিকে ভেঙ্গে দুই ভাগ করেন – We Blog এর পরই সারা বিশ্বব্যাপি ব্লগ (Blog) জনপ্রিয় হতে শুরু করে। ইংরেজী Blog শব্দের অর্থে Oxford Dictionary তে বলা হয়েছে- `Blog is a personal record that somebody puts on their website giving an account of their activities and opinions and discussing places on the Internet they have visited."কাজেই কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইটে কোন বিষয়কে পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরাকে ব্লগিং বলে। মত প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে এই ব্লগ আমাদের জীবন যাএায় যোগ করেছে নতুন মাএা। ব্লগ মূলত এক ধরনের ওয়েবসাইট, তবে সাধারন ওয়েব সাইট থেকে ব্লগের মূল পার্থক্য হল ওয়েব সাইট আপডেট করা হয় অনিয়মিত ভাবে অপরদিকে ব্লগ আপডেট করা হয় নিয়মিত ভাবে।এমনকি কিছু কিছু ব্লগ প্রতি মিনিটে আপডেট করা হয়। যারা ব্লগে মতামত প্রকাশ করে বা পোস্ট দেয় তাদেরকে ব্লাগার বলা হয়।
ব্লগিং কি? what is blogging
অনেকের জন্য ব্লগ এমন একটি টেকনোলজি যেটা থেকে আপনি অনলাইনে অনেক টাকা আয় করতে পারবেন। আবার অনেকের জন্য ব্লগ হলো ইন্টারনেট থেকে কিছু শেখার বা জানার মাধ্যম। (what is blogging)আপনারা যদি ব্লগ থেকে অনলাইনে টাকা আয় করতে চান তাহালে ব্লগের টেকনোলোজি বিষয়ে সম্পূর্ন ভাবে জেনে নিতে হবে। মানে হল ব্লগ বলতে কি বুঝায়, ব্লগ কিভাবে তৈরি করে, ব্লগ লেখার নিয়ম, ব্লগ থেকে অনলাইন ইনকাম কিভাবে করতে হয় সেই বিষয়ে পুরোপুরি ভাবে জানতে হবে।
আপনি যদি এই বিষয়ে কিছুই না জানেন তাহালে চিন্তা করবেন না। কারণ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের ব্লগ কি বা ব্লগ অর্থ কি এবং ব্লগ কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে পূর্ণ গাইডলাইন দিবো।
ব্লগ লেখার জন্য কি প্রয়োজন
ব্লগ লেখার জন্য আপনাকে কিছু জিনিসের প্রয়োজন হবে। এই প্রয়োজনীয় জিনিস গুলো হলো একটি কম্পিউটার বা ল্যাপটপ, ইন্টেরনেট কানেকশন, কম্পিউটার চালানোর নলেজ এবং আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই বিষয়ে পর্যাপ্ত সঠিক জ্ঞান।
এই বিষয় গুলো যদি আপনার কাছে থাকে তাহালে ইন্টারনেটে বর্তমানে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যাদের মাধ্যমে আপনি একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন।
চলুন শুরু করা যাক কিভাবে আপনি ব্লগ তৈরি করবেন-
আসলে ব্লগ তৈরি করার অনেক গুলো উপায় বা মাধ্যম রয়েছে। যার মধ্যে প্রায় সবাই দুইটি মাধ্যম ব্যবহার করে। এই দুইটি মাধ্যম হলো –
এই বিষয় গুলো যদি আপনার কাছে থাকে তাহালে ইন্টারনেটে বর্তমানে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যাদের মাধ্যমে আপনি একটি ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন।
কিভাবে ব্লগ তৈরি করবেন? ব্লগ তৈরি করার নিয়ম বাংলায়
আপনার নিজের ব্যাবহার করা যে কোন জিমেইল একাউন্ট থেকে, আপনি blogspot এ অ্যাক্সেস করতে পারবেন এবং ব্লগ তৈরি করার নিয়ম মেনে ব্লগ বানাতে পারবেন।চলুন শুরু করা যাক কিভাবে আপনি ব্লগ তৈরি করবেন-
আসলে ব্লগ তৈরি করার অনেক গুলো উপায় বা মাধ্যম রয়েছে। যার মধ্যে প্রায় সবাই দুইটি মাধ্যম ব্যবহার করে। এই দুইটি মাধ্যম হলো –
- Self hosted WordPress
- Free blogger blog
আপনি যদি সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে চান তাহালে অল্প কিছু টাকা খরচ করতে হবে। এই বিষয়ে আমি বিস্তরিত ভাবে এইটি আর্টিকেল লিখবো।
আর আপনি যদি ফ্রি ব্লগার দিয়ে একটি ব্লগ তৈরি করেন তাহালে এক টাকাও খরচ করার প্রয়োজন নেই। আপনি সম্পূর্ন ফ্রিতে একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
ফ্রি ব্লগ তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট। কারণ, Blogger.com হলো গুগলের একটি প্রডাক্ট বা সার্ভিস।
তাই, Blogger.com এ ব্লগ তৈরি করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে Create A Blog লেখা অপশনে ক্লিক করুন। এবার আপনকে বলা হবে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার জন্য।

আর আপনি যদি ফ্রি ব্লগার দিয়ে একটি ব্লগ তৈরি করেন তাহালে এক টাকাও খরচ করার প্রয়োজন নেই। আপনি সম্পূর্ন ফ্রিতে একটি ব্লগ বানিয়ে নিতে পারবেন।
ফ্রি ব্লগ তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট। কারণ, Blogger.com হলো গুগলের একটি প্রডাক্ট বা সার্ভিস।
তাই, Blogger.com এ ব্লগ তৈরি করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে Create A Blog লেখা অপশনে ক্লিক করুন। এবার আপনকে বলা হবে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার জন্য।
লগইন করার পরে আপনি ব্লগে Setup page দেখতে পাবেন। এবার Setup page থেকে আপনি “Create a new blog” পেজ দেখতে পাবেন। অথবা “New Blog/নতুন ব্লগ” নামে একটি বাটন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন
এখন আপনার ব্লগ বিষয়ের উপর একটি নাম বা “Title” লিখুন। blogspot ব্লগ Title আপনার ব্লগের নাম হিসাবে পরিচিত হবে। তারপর Next বাটনে ট্যাব করুন।
তারপরে কোন স্পেস ছাড়া ব্লগের ঠিকানা লিখুন এবং Next বাটনে ক্লিক করুন
আপনার ব্যাবহার করা ঠিকানা + .blogspot.com হচ্ছে আপনার ব্লগের ঠিকানা।
এবার ডিসপ্লে নাম দিয়ে ফিনিশ বাটন চেপে দিলেই আপনার ফ্রি ব্লগ তৈরি হয়ে গেল।
আশা করি আপনি এখন জানেন যে একটি ব্লগ কি এবং ব্লগার কি আর কিভাবে সহজেই ব্লগ ওয়েবসাইট বানাতে হয়।
ব্লগে ট্রাফিক (traffic) বা ভিজিটর্স কিভাবে আসবে
এখন আপনি যদি চিন্তা করেন আপনার তৈরি করা ব্লগে ট্রাফিক (traffic) বা ভিজিটর্স (visitors) আসবে কোথায় থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো, গুগল সার্চ, ইয়াহু সার্চ, সোশ্যাল মিডিয়া এবং অন্য ব্লগ থেকে।
আমি এই বিষয়ে আমার এই ব্লগে বলেছি কিভাবে Google search এবং social media থেকে নিজের ব্লগের জন্য হাজার হাজার ভিজিটর্স বা ট্রাফিক নিয়ে আসতে হয়।
মনে রাখুন, আপনি যদি ব্লগে সফলতা পেতে চান তাহালে ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর্স এর প্রয়োজন হবে। এই ট্রাফিক বা ভিজিটর্স গুলো আপনি Google, Yahoo এবং social media থেকে পাবেন।
আশাকরি ব্লগ কি এবং কাকে বলে সেট বিষয়ে আপনারা সম্পূর্ন ভাবে জানতে বা বুঝতে পারছেন। তাহালে চলুন এবার নিচে থেকে জেনে আসি ব্লগ থেকে টাকা আয় করার উপায় এই সম্পর্কে।
ব্লগ থেকে টাকা আয় করার সেরা ৯ টি উপায় হলো-
তবে তার জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং বর্তমানে সেরা হোস্টিং। এই দুটি কিনে নিলে আপনি এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রক্রিয়াটি জানতে পারবেন।
ডোমেন এবং একটি হোস্টিং ক্রয় করে আপনি কয়েকটি ক্লিক করেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সহজেই ব্লগ রেডি করে ফেলতে পারবেন।
বড় বড় ব্লগ এবং নিউজ সাইট গুলির বেশিরভাগ ওয়ার্ডপ্রেস দারা তৈরি। ওয়ার্ডপ্রেস আপনাকে আপনার মনের মতো ব্লগ তৈরি করতে সহয়তা করবে।
আশা করি what is blog আর্টিকেলটি আপনাদের কে ব্লগ সম্পর্কে কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি। আপনি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। কিভাবে ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায় এই সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আমি এই বিষয়ে আমার এই ব্লগে বলেছি কিভাবে Google search এবং social media থেকে নিজের ব্লগের জন্য হাজার হাজার ভিজিটর্স বা ট্রাফিক নিয়ে আসতে হয়।
মনে রাখুন, আপনি যদি ব্লগে সফলতা পেতে চান তাহালে ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর্স এর প্রয়োজন হবে। এই ট্রাফিক বা ভিজিটর্স গুলো আপনি Google, Yahoo এবং social media থেকে পাবেন।
আশাকরি ব্লগ কি এবং কাকে বলে সেট বিষয়ে আপনারা সম্পূর্ন ভাবে জানতে বা বুঝতে পারছেন। তাহালে চলুন এবার নিচে থেকে জেনে আসি ব্লগ থেকে টাকা আয় করার উপায় এই সম্পর্কে।
ব্লগ থেকে টাকা আয় করার উপায়
আসলে ব্লগ থেকে টাকা আয় করার অনেক গুলো উপায় রয়েছে। তবে, এই উপায় গুলোর মধ্যে সেরা উপায় নয়টি সম্পর্কে নিচে উল্লেখ করছি।ব্লগ থেকে টাকা আয় করার সেরা ৯ টি উপায় হলো-
- বিজ্ঞাপন নেটওয়ার্ক
- অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
- প্রডাক্ট প্ররোমশন (Product Promotion)
- ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
- অনলাইন কোর্স
- লোকাল বিজ্ঞাপন
- গেস্ট ব্লগিং
- পেইড রিভিউ
- অনলাইন সার্ভিস
ফ্রি ব্লগ তৈরি করার সমস্যা বা অসুবিধা কি
আপনি ফ্রি ফ্রি ব্লগ সাইট তৈরিতে অনেক সমস্যায় পড়তে পারেন। কেননা ফ্রিতে সার্ভিস দেয়ায় নিজের ইচ্ছা অনুযায়ী সাইট ডিজাইন করা অনেক কষ্টসাধ্য।তবে ফ্রিতেও ভালো কাস্টমাইজেশান জানা থাকলে ভালো ব্লগ তৈরি করা যায়।তবে কিভাবে ব্লগ সাইট বানাবো
নিজের ইচ্ছানুযায়ী ব্লগ কাস্টমাইজেশান করতে আপনাকে একটি ডোমেন এবং একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করতে হবে।তবে তার জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং বর্তমানে সেরা হোস্টিং। এই দুটি কিনে নিলে আপনি এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রক্রিয়াটি জানতে পারবেন।
ডোমেন এবং একটি হোস্টিং ক্রয় করে আপনি কয়েকটি ক্লিক করেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সহজেই ব্লগ রেডি করে ফেলতে পারবেন।
বড় বড় ব্লগ এবং নিউজ সাইট গুলির বেশিরভাগ ওয়ার্ডপ্রেস দারা তৈরি। ওয়ার্ডপ্রেস আপনাকে আপনার মনের মতো ব্লগ তৈরি করতে সহয়তা করবে।
আশা করি what is blog আর্টিকেলটি আপনাদের কে ব্লগ সম্পর্কে কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি। আপনি ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। কিভাবে ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায় এই সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।